রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি থেকে মহাখালী ফ্লাইওভার। এই পথটুকু ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের শেষ অংশ। সেখানে রাস্তার জায়গায় গড়ে উঠেছে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি প্রতিষ্ঠানের তিনটি বহুতল ভবন- পাঁচতলাবিশিষ্ট ঢাকা সড়ক বিভাগের কার্যালয়, ১৫ তলা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবন এবং ১০ তলা সেতু ভবন। যার ফলে সরু হয়ে গেছে মহাসড়কটি। প্রতিনিয়ত লেগে থাকছে অসহনীয় যানজট। এই যানজট কখনও কখনও বনানী ফ্লাইওভার পর্যন্ত দীর্ঘ হয়। ভবন তিনটির কারণে রাস্তা প্রশস্ত করার সুযোগও নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম কয়েক বছর ধরেই ভবনগুলো অপসারনের দাবি জানিয়ে আসছেন। তিনি বলেন, ভবনগুলো পরিকল্পনামাফিক গড়ে উঠেনি এবং দ্রুত এসব ভবন অপসারন না করলে মহাসড়কের অসহনীয় যানজট কমানোর কোন সুযোগ নেই।
সেরা টিভি/আকিব