দেশব্যাপী আলোচিত ক্যাসিনো কাণ্ডে পুরান ঢাকার সহোদর এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। মামলার অপর আসামিরা হলেন- মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার, সাইফুল ইসলাম ও জয় গোপাল সরকার। এদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক। তুহিন জামিনে আছেন। অপর ৬ আসামি কারাগারে আছেন। ২০২০ সালের ১৩ জানুয়ারি ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকায় এনু-রুপনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪০ লক্ষ টাকা ও বিভিন্ন ব্যাংক হিসাবে নামে বেনামে প্রায় ২০ কোটি টাকা থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও তাদের কাছ থেকে পাঁচটি গাড়ির কাগজপত্র,২২ টি জমির দলিল ও ১২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।