ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ সরকারের চলমান আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩২ হাজার ৯০৪টি বাড়ি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আজ সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে এই বাড়িগুলো হস্তান্তর করবেন পরিবারগুলোর মধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে চারটি উপজেলায় ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এবং চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্পের বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। নতুন ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠী অত্যন্ত আনন্দিত। তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দুয়া করেন। তাদের কোন ঠিকানা ছিল না, মাথা গুঁজার মতো জায়গা ছিল না। নতুন ঘরে উঠতে পারবেন বলে তারা আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন। প্রধানমন্ত্রীর চলমান এই প্রকল্পে প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬০ হাজার ১৯১টি ঘর এবং ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট ঘরের সংখ্যা এক লাখ ১৭ হাজার ২৯টি। তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন একক ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি।
সেরা টিভি/আকিব