ডেস্ক রিপোর্ট: গত দুই বছর করোনা ভাইরাসের প্রকোপে ঈদে রাজধানী থেকে বাড়ি যেতে পারেনি মানুষ। এবছর করোনার তেমন প্রভাব না থাকার কারণে প্রচুর মানুষ রাজধানী ছাড়ছেন। ভোগান্তি এড়াতে আগাম ছুটি নিয়ে অনেকেই ঈদের ছুটি শুরুর আগেই যেতে চাচ্ছেন বাড়িতে। কিংবা পরিবারকে আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকেই। এদিকে প্রয়োজনের তুলনায় কম গাড়ি থাকায় অতিরিক্ত মানুষের চাপ পড়েছে গনপরিবনহনে, বেড়েছে ভোগান্তি। অনলাইনে কোন এক জাদুবলে নিমিষেই শেষ হয়ে যায় টিকেট। তাই অনেকেই ভিড় করছে বাস কাউণ্টারে কাঙ্ক্ষিত একটি টিকেটের জন্য। কিন্তু কাউণ্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ে বিক্রি করা হচ্ছে বাসের টিকেট। প্রতিটি বাসের টিকেট মূল্য ২০০-৩০০ টাকা বা কোন কোন ক্ষেত্রে আরও বেশি বাড়িয়ে আদায় করা হচ্ছে। এছাড়াও টিকেট সল্পতা তো আছেই। গতকাল রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুড়ে ঠিক এমনটাই চিত্র দেখা গেছে।
সেরা টিভি/আকিব