ডেস্ক রিপোর্ট:
গত শনিবার বিশ্বের সবচেয়ে বড় পাম অয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া তেল রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের বাজারে লাগামহীনভাবে বাড়ছে সয়াবিন ও পাম অয়েলের দাম। মাত্র গত দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি লিটারে সয়াবিন ও পাম অয়েলের দাম ১৫ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়ে গেছে। কিছুদিন আগেও দেশে ভোজ্য তেল নিয়ে অরাজকতা শুরু করেছিল কিছু অসাদু ব্যবসায়ী। তখন সরকারের নানামুখী পদক্ষেপে কিছুটা লাগাম টানা গিয়েছিল তেলের বাজারে। কিন্তু ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার সাথে সাথে দেশের বাজারে আবারও ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। ইন্দোনেশিয়ার বাজারেও সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। তাই তারা রপ্তানি বন্ধ করে দেশের সরবরাহ বাড়িয়ে তেলের দাম কমানোর পদক্ষেপ নিয়েছে। কিন্তু বর্তমান বাজারে যে তেল বিক্রি করা হচ্ছে, তা আগেই আমদানি করা। তবে এখনি কেন তেলের দাম বেড়ে যাবে? এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা অফিসপ্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল গতকাল বলেন, আমরা ভোজ্য তেলের বাজারে অভিযান পরিচালনা করব। কেউ কারসাজি করে তেলের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তেল নিয়ে কোনো ধরনের নৈরাজ্য মেনে নেওয়া হবে না।
সেরা টিভি/আকিব