ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন এলাকায় ফাইভ-জি ইন্টারনেট সেবা চালু করতে চায় রাষ্ট্রায়ত্ত মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। এ সেবা চালু করতে প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে প্রাথমিকভাবে ২৩৬ কোটি বরাদ্দ চেয়েছে। আপাতত ঢাকার এক লাখ গ্রাহককে ৫ জি ইন্টারনেট সেবার আওতায় আনতে চায় টেলিটক। অগ্রাধিকারের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকবে সরকারি দপ্তর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ। টেলিটক থেকে পাওয়া তথ্যমতে জানা যায় যে, ফাইভ-জি সেবা দিতে ঢাকায় ২০০টি বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বসানোর পরিকল্পনা রয়েছে। সরকারি দপ্তর ও বাণিজ্যিক এলাকাকে মাথায় রেখে এগুলো বসানো হবে। অগ্রাধিকারে থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সেনানিবাস, মতিঝিল, রমনা, শাহবাগ, ধানমন্ডি, আগারগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, বনানী, গুলশান ও উত্তরা। পাশাপাশি যেসব এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও বিটিএস বসানো হবে।
সেরা টিভি/আকিব