তেঁতুলতলা মাঠ নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
তেঁতুলতলা মাঠ নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী - Shera TV
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

তেঁতুলতলা মাঠ নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনকারী পরিবেশবাদী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গে আজ দুপুর দুইটা থেকে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নাগরিক সমাজের পক্ষ থেকে বৈঠকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, নিজেরা করির প্রধান নির্বাহী খুশী কবির, স্থপতি ইকবাল হাবীব এবং উদীচী বাংলাদেশের সঙ্গীতা ইমামের থাকার কথা রয়েছে। স্থপতি ও নগরবিশেষজ্ঞ মোবাশ্বের হোসেনেরও এ বৈঠকে থাকার কথা। এ ব্যাপারে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বাচ্চাদের এ মাঠ পুলিশের নামে বরাদ্দ দেওয়া ও সেখানে স্থাপনা নির্মাণ করা দেশের প্রচলিত আইনের লঙ্ঘন। আমরা এ অবস্থান থেকে সরব না। আন্দোলন এবং আলোচনা একই সঙ্গে চলবে।’
উল্লেখ্য, রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে বাচ্চাদের খেলার জায়গায় পুলিশ স্টেশন নির্মাণের প্রতিবাদ করায় গত রোববার ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে প্রায় ১৪ ঘণ্টা আটকে রেখে ছেড়ে দেয় পুলিশ।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360