দুদকের করা দুর্নীতির মামলায় অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলা ক্যাসিনো সম্রাটের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি তাঁর পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে সম্রাটের পক্ষে জামিন শুনানি করেন এহেসানুল হক সমাজী। দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক ২ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।