রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে শিশুদের খেলার জায়গায় পুলিশ স্টেশন নির্মাণের প্রতিবাদে নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং মানবাধিকারকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জোড় প্রতিবাদের প্রেক্ষিতে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ব্যাপারে আজকে তিনি জানান, কলাবাগানের তেঁতুলতলা মাঠে আর কোনো ভবন হবে না। মাঠ যেভাবে ছিল সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশানা দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।