ডেস্ক রিপোর্ট:
এবছর ১৬ই ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এই মেট্রোরেলে সকল ধরণের আধুনিক সুযোগ সুবিধা থাকবে। মেট্রোরলের মাধ্যমে বাংলাদেশ আধুনিক গণপরিবহনব্যবস্থার যুগে প্রবেশ করবে।
প্রস্তাবিত ভাড়া অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটারে একজন যাত্রীকে ৯০ টাকা ভাড়া দিতে হবে। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। ২০ টাকা ভাড়া দিয়ে একজন যাত্রী সর্বোচ্চ দুটি ষ্টেশন পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এরপর প্রতি স্টেশনের জন্য ১০ টাকা করে বাড়তে থাকবে। এক স্টেশন পর নেমে গেলেও যাত্রীকে সর্বনিম্ন ভাড়া হিসেবে ২০ টাকা প্রদান করতে হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে একজন যাত্রীর সময় লাগবে ৩৫ মিনিট বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।
সেরা টিভি/আকিব