ডেস্ক রিপোর্ট:
শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী একটি স্পিডবোট আজ শিমুলিয়া নৌপথে পদ্মা সেতুর কাছে ডুবে গেছে। আজ সকাল সাড়ে ৮টায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ওই বোটে ১১ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই ডুবে যাওয়া বোটের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে স্পিডবোটটি মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। সেটি পদ্মা সেতুর কাছে আসলে পদ্মা নদীর ঢেউয়ের তোড়ে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে-নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে যাত্রীদের উদ্ধার করে।
মূলত ধারণক্ষমতার থেকে বেশি যাত্রী নিয়েছিল বাবু নামের ওই স্পিডবোটটি। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সেটি উল্টে যায়। বোটটির চালকের নাম উজ্জ্বল।
কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহানুর আলী বলেন, ‘বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ হতাহত ও নিখোঁজ হয়নি।’
সেরা টিভি/আকিব