এই ঈদে যুক্তরাষ্ট্রের ৫২ থিয়েটারে ‘রিকশা গার্ল’ | ম্যানহাটনে প্রিমিয়ার ৫ মে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
এই ঈদে যুক্তরাষ্ট্রের ৫২ থিয়েটারে ‘রিকশা গার্ল’ | ম্যানহাটনে প্রিমিয়ার ৫ মে - Shera TV
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১১ অপরাহ্ন

এই ঈদে যুক্তরাষ্ট্রের ৫২ থিয়েটারে ‘রিকশা গার্ল’ | ম্যানহাটনে প্রিমিয়ার ৫ মে

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

আকিব মাহমুদ: দেশে মুক্তির আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৫২ থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে আয়নাবাজি খ্যাত সফল পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র রিকশা গার্ল। আগামী ৫ মে নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকায় জাকজকমপূর্নভাবে পর্দা উঠছে রিকশা গার্ল এর। ৫ থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে যুক্তরাষ্ট্রের ১৯টি স্টেটের বিভিন্ন শহরের সিনেমা হলে।

খোঁজ নিয়ে জানা গেছে চলচ্চিত্রের প্রিমিয়ার উপলক্ষে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়ে আসছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, একইসঙ্গে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নভেরা চৌধুরী আসছেন লন্ডন থেকে। রিকশা গার্ল এর প্রিমিয়ারে বিশেষ অতিথি হিসেবে থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মার্কিন কংগ্রেসম্যান টোমাস সৌজী, কনসাল জেনারেল ডঃ মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও অংশ নেবেন চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল, সহপ্রযোজক মেহজাবিন রেজা, মোমেনা চৌধুরী, যুক্তরাষ্ট্রে সিনেমাটির ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মসের সিইও অ্যান্ড ফাউন্ডার রাজ হামিদ, ব্যাবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশীদ ও যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রান্সফোটেক অ্যাকাডেমি ও ডিজিটাল মার্কেটিং কোম্পানী সেরা ডিজিটাল ৩৬০ এর কর্ণধার শেখ গালিব রহমান।

এপ্রসঙ্গে রাজ হামিদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি প্রবাসী বাংলাদেশিদের কাছে সুস্থ্যধারার চলচ্চিত্র পৌঁছে দেয়ার। তারই ধারাবাহিকতায় রিকশা গার্ল আমাদের অন্যতম নিবেদন। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’র গল্পটি কিশোরসাহিত্য থেকে নেওয়া, যুক্তরাষ্ট্রে তরুনদের কাছে বেশ সমাদৃত এই গল্প নিয়ে নির্মিত সিনেমাটি দর্শক টানবে বলে আশা করছি। পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও পাবেন ভিন্ন রকমের স্বাদ।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বায়োস্কোপ ফিল্মসের ব্যাবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশীদ জানান, সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের অন্যতম আকর্ষণ উপলক্ষে রাখা হয়েছে বাংলাদেশি রিকশা। তাছাড়া ১৯২৫ সালে নির্মিত মুরিশ রিভাইভাল ধাচে ডিজাইন করা ম্যানহ্যাট্টেনের মধ্যমণি এই বোনেদী থিয়েটারটি নিজেই এক ইতিহাস যা দর্শকদের দেবে বাড়তি আনন্দ। আশা করছি দর্শকরা হলে এসে সিনেমাটি দেখবেন।

উল্লেখ্য ‘রিকশা গার্ল’-এ নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আরো রয়েছে চিত্রনায়িকা চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যান্যরা। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। সিনেমাটি মুক্তির আগেই যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ও সিনেমা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজকরা হলেন, জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস।

যুক্তরাষ্ট্রের যেসব থিয়েটারে মুক্তি পাচ্ছে “রিকশা গার্ল ”

নিউইয়র্ক

*ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা, ম্যানহাটন, ৫ মে সন্ধ্যা ৭টা ৪৫ , প্রিমিয়ার শো
*জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস, কুইন্স, ৬ মে থেকে ১২ মে
*রিগ্যাল ওয়াল্ডেন গ্যালেরিয়া, বাফেলো, ১৪ মে এবং ১৫ মে
*রিগ্যাল কলোনি সেন্টার স্টেডিয়াম ১৩, আলবেনি, ১৫ মে
*রিগ্যাল বিংহ্যামটন ১২, বিংহ্যামটন, ১৫ মে
*রিগ্যাল ফার্মিংড্যাল স্টেডিয়াম ১০, ফার্মিংড্যাল, ১৪ মে এবং ১৫ মে
*শো কেস সিনেমা ডি লাক্স ব্রডওয়ে, হিকসভিল, ১৩ থেকে ১৯ মে
*লিন্ডেন বিএলভিডি, মাল্টিপ্লেক্স সিনেমাস, ব্রুকলিন, ১৩ থেকে ১৯ মে
*কনকোর্স প্লাজা মাল্টিপ্লেক্স সিনেমাস, ব্রংকস, ১৩ মে থেকে ১৯ মে
*রিগ্যাল শিপহেড স্টেডিয়াম ১৪, ব্রুকলিন, ১৪ মে এবং ১৫ মে

নিউ জার্সি

*রিগ্যাল কমার্স সেন্টার স্টেডিয়াম ১৮, নর্থ ব্রান্সউইক, ১৪ মে এবং ১৫ মে

ফিলাডেলফিয়া

*রিগ্যাল ওকস স্টেডিয়াম ২৪, ওকস, ১৫ মে

ম্যাসাচুসেটস

*অ্যাপেল সিনেমা ক্যামব্রিজ, বস্টন, ১৪ মে এবং ১৫ মে
*রিগ্যাল ফেনউইক ১১, বস্টন, ১৫ মে

ভার্জিনিয়া

*রিগ্যাল ফেয়ারফ্যাক্স টাউন সেন্টার ১০, ফেয়ারফ্যাক্স, ১৪ মে এবং ১৫ মে
*সিনেমার্ক ফেয়ারফ্যাক্স কর্নার অ্যান্ড এক্সডি, ফেয়ারফ্যাক্স, ১৩ মে থেকে ১৯ মে

ম্যারিল্যান্ড

*রিগ্যাল ম্যাজেস্টিক স্টেডিয়াম ২০ অ্যান্ড আইম্যাক্স, সিলভার স্প্রিংস, ১৪ মে এবং ১৫ মে

ফ্লোরিডা

*মুভিস অব লেক অর্থ, ওয়েস্ট পাম বিচ, ১৫ মে
*রিগ্যাল সগ্রাস স্টেডিয়াম ২৩ অ্যান্ড আইম্যাক্স, সানরাইজ মিয়ামি, ১৫ মে
*রিভার সিটি মার্কেটপ্লেস স্টেডিয়াম, জ্যাকসনভিল, ১৫ মে
* সিনেমার্ক অরল্যান্ডো অ্যান্ড এক্সডি, অরল্যান্ডো, ১৪ মে এবং ১৫ মে

নর্থ ক্যারোলিনা

* রিগ্যাল স্টারলাইট স্টেডিয়াম ১৪, চার্লট, ১৫ মে
* ব্রায়ার ক্রিক স্টেডিয়াম ১৪, রালেহ, ১৪ মে এবং ১৫ মে

ইলিনয়

*সিনেমার্ক অ্যাট সেভেন ব্রিজেস আইম্যাক্স, শিকাগো, ১৩ মে থেকে ১৯ মে
*রিগাল ক্যানটেরা স্টেডিয়াম ১৭ অ্যান্ড আরপিএক্স, ওয়ারেনভিল, ১৪ মে এবং ১৫ মে

মিশিগান

* সিনেমার্ক সাউথল্যান্ড সেন্টার অ্যান্ড এক্সডি, টেয়লর, ১৩ মে থেকে ১৯ মে
*বেল এয়ার লাক্সারি সিনেমাস, ডেট্রয়েট, ১৫ মে

ওহাইও

* আটলাস সিনেমা ইস্টগেট ১০, ক্লিভল্যান্ড, ৭ মে
* সিনেমার্ক পোলারিস ১৮ অ্যান্ড এক্সডি, কলম্বাস, ১৪ মে এবং ১৫ মে

ওকলাহোমা

* রিগ্যাল মিডওয়েস্ট সিটি, ওকলাহোমা সিটি, ১৫ মে

লুসিয়ানা

* সিনেমার্ক পারকিন্স রো অ্যান্ড এক্সডি, ব্যাটন রুজ, ১৪ মে এবং ১৫ মে

জর্জিয়া

*রিগ্যাল আটলান্টিক স্টেশন স্টেডিয়াম ১৮, অ্যাটলান্টা, ১৫ মে

টেক্সাস
*সিনেমার্ক ১৯ অ্যান্ড এক্সডি, হিউস্টন, ১৩ মে থেকে ১৯ মে
* সিনেমার্ক লিগ্যাসি প্ল্যানো, ডালাস, প্লানো, ১৩ মে থেকে ১৯ মে

*সিনেমার্ক নর্থ ইস্ট মল ১৮ অ্যান্ড এক্সডি, ডালাস – হার্স্ট, ১৪ মে এবং ১৫ মে
*রিগ্যাল গেটওয়ে স্টেডিয়াম ১৬ অ্যান্ড আইম্যাক্স, অস্টিন, ১৪মে এবং ১৫ মে
*সিনেমার্ক ২০ অ্যান্ড এক্সডি, প্লুগার্ভিল, ১৩ মে থেকে ২০ মে
*রিগাল আলমো কোয়ারি স্টেডিয়াম, সান আন্টোনিও, ১৫ মে

আরিজোনা

*থিয়েটার টিবিএ, মেসা, ১৫ মে

ক্যালিফোর্নিয়া

*লামলি নোহো ৭ থিয়েটারস, নর্থ হলিউড এলএ, ১৩ মে থেকে ২০ মে

*রিগাল আইরভিন স্পেকট্রাম ২০ অ্যান্ড আইম্যাক্স, আইরভিন এলএ, ১৪ মে এবং ১৫ মে
* রিগাল রিভারসাইড প্লাজা স্টেডিয়াম ১৬, রিভারসাইড এলএ, ১৪ মে এবং ১৫ মে
*সিনেমার্ক ২৫ অ্যান্ড এক্সডি, অরেঞ্জ এলএ, ১৩ থেকে ২০ মে
*রিগাল অন্টারিও প্যালেস ২২ অ্যান্ড আইম্যাক্স, অন্টারিও এলএ, ১৫ মে
*রিগাল মিরা মেসা স্টেডিয়াম ১৮ অ্যান্ড আইম্যাক্স, সান ডিয়েগো, ১৫ মে

* রিগাল হ্যাসিন্ডা ক্রসিং স্টেডিয়াম ২০, ডাবলিন এসএফ, ১৪ মে এবং ১৫ মে
* সিনেমার্ক সেঞ্চুরি ২৫ইউনিয়ন ল্যান্ডিং, ইউনিয়ন সিটি এসএফ, ১৩ মে থেকে ২০ মে
*রিগ্যাল বার্কলি সেভেন, বার্কলি এসএফ, ১৪ মে এবং ১৫ মে
*ল্যান্ডমার্ক শাটেক সিনেমাস, বার্কলি এসএফ, ২৬ মে
*সেঞ্চুরি ফলসম ১৪, ফলসম স্যাক্রামেন্টো, ১৪ মে এবং ১৫ মে

ওরেগন

*রিগ্যাল এভারগ্রিন পিকেডব্লিউওয়াই. স্টেডিয়াম, পোর্টল্যান্ড, ১৪ মে এবং ১৫ মে

ওয়াশিংটন

* সিনেমার্ক লিংকন স্কয়ার সিনেমাস, সিয়াটল, ১৪ মে এবং ১৫ মে

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360