আলোচিত প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
আলোচিত প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম - Shera TV
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

আলোচিত প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২

অনলাইন ডেস্ক :

আলোচিত প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম এসেছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেশন জার্নালিস্টস। আলোচিত প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম এসেছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেশন জার্নালিস্টস।

বিভিন্ন দেশের সরকার প্রধান, শাসক দলের পরিবার সদস্য, বড় ব্যবসায়ী, সরকারি ও সামরিক কর্মকর্তা, প্রভাবশালী রাজনীতিবিদদের অফশোর কোম্পানিতে গোপন বিনিয়োগের তথ্য ফাঁস করে আসছে প্যান্ডোরা পেপারস। নতুন তালিকায় আসা তিন বাংলাদেশি হলেন- ঢাকার বারিধারার ডিওএইচএসের এস হেদায়েত উল্লাহ, এস রুমি সফিউল্লাহ এবং সিলেটের শাহজালাল উপশহরের স্প্রিং গার্ডেনের বাসিন্দা শাহিদা বেগম শান্তি। হেদায়েত ও সফিউল্লাহ একই পরিবারের সদস্য।

তারা বিনিয়োগ করেছেন হংকংয়ের ট্রান্সগ্লোবাল কনসাল্টিং লিমিটেড নামক কোম্পানিতে। আর শাহিদা বেগমের জাস লিমিটেড নামে যুক্তরাজ্যের একটি অফশোর কোম্পানিতে বিনিয়োগ আছে। এর আগে গত ডিসেম্বরে প্রকাশ করা নথিতে ছয় বাংলাদেশি ও বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দুই বিদেশির নাম আসে।

গত বছরের অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল-হুসাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ জন বর্তমান ও সাবেক নেতার পাশাপাশি সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তাসহ তিন শতাধিক কোটিপতির গোপন বিনিয়োগ বা অর্থ পাচারের তথ্য ফাঁস করে বিশ্বে হৈ চৈ ফেলে দিয়েছিল।

তবে আইসিআইজের প্রথম প্রতিবেদনে বাংলাদেশিদের নাম না এলেও গত ডিসেম্বরে প্রকাশ করা নথিতে ছয় বাংলাদেশি ও বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দুই বিদেশির নাম আসে।

যুক্তরাষ্ট্রের ওয়াসিংটনভিত্তিক এ সাংবাদিক জোট এ তথ্য ‘প্যান্ডোরা পেপারস’ নামে প্রকাশ করছে। বিভিন্ন গোপন সূত্রে পাওয়া এক কোটি ১৯ লাখ নথি পর্যালোচনা করে প্যান্ডোরা পেপারস তৈরি করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট। শতাধিক দেশের প্রায় ৩০০ অনুসন্ধানী সাংবাদিক এই জোটের হয়ে কাজ করছেন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360