ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ রোড সেফটি বলছে, গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সারা দেশে মোট দুর্ঘটনা ঘটে ১৭৮ টি। এতে নিহত হয় ২৪৯ জন। যার মধ্যে ৯৭ জনই হল মোটরসাইকেল আরোহী। যা কিনা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৫৯ শতাংশ। এর বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে।
মহাসড়কে এত বেশি দুর্ঘটনার কারণ হিসেবে মোটরসাইকেলের উচ্চ গতি ও অদক্ষ চালক প্রভাবক হিসেবে কাজ করেছে বলে অভিমত বিশেষজ্ঞদের। এছাড়াও তারা বলছেন, আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। তাই বাধ্য হয়েই যোগাযোগের বিকল্প মাধ্যম হিসেবে মানুষ মোটরসাইকেলকে বেছে নিয়েছে। তাই দুর্ঘটনাও বেড়েছে। এছাড়াও রাজধানীতে রাইড শেয়ারের কাজে ব্যবহার করা মোটরসাইকেল নিয়ে নিজ এলাকার যাত্রী নিয়ে তারা ঈদে বাড়ি যাওয়ার কারণে বাড়তি চাপ ও দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে। মোটরসাইকেলের চাপে এবার ফেরিঘাটগুলোতে আলাদা ফেরি দিতে হয়েছিল। আর এ কারণে মোটরসাইকেল দুর্ঘটনাও বেশি ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই কোনোরকম মোটরসাইকেল চালানো শিখেই রাস্তায় যাত্রীবহন করতে নেমে পড়ছেন। এতে যাত্রী ও চালকের উভয়েরই ঝুঁকি বাড়ছে।
সেরা টিভি/আকিব