দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শুক্রবার সকাল ও বিকালে তেমন ভিড় দেখা না গেলেও রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের ঢল। রাতে ঘাট থেকে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গিয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় আটকে আছে অন্তত হাজারখানিক যানবাহন। নতুন করে যুক্ত হয়েছে হাজার হাজার মোটরসাইকেল আরোহী। লঞ্চগুলো দ্বিগুণ তিনগুন যাত্রী নিয়ে চলাচল করলেও চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে ফেরিঘাটের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১ টি ফেরি চলাচল করছে। দুর্ভোগের কথা চিন্তা করে প্রাইভেটকার ও যাত্রীবাহীবাস অগ্রাধিকারভিত্তিতে পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় সিরিয়াল হলেও খুব বেশি সময় আটকে থাকতে হচ্ছে না। রুটে পর্যাপ্ত ফেরি থাকায় কম সময়ের মধ্যেই যাত্রীবাহী যানবাহনগুলো পারাপার হতে পারছে।
এদিকে পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় ঢাকাফেরত যাত্রীরা পড়েছেন আরেক দুর্ভোগে। তারা বলছেন, ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।
সেরা টিভি/আকিব