ডেস্ক রিপোর্ট:
টেকনাফের নাফ নদী হয়ে সাঁতরে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে প্রবেশের সময় ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। রোহিঙ্গা ওই যুবকের কোমরে বাঁধা গামছা থেকে প্রায় ৫ কোটি টাকা সমমূল্যের এসব মাদক উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গা যুবকের পরিচয়, ৫নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কালু মিয়ার ছেলে মো. সাকের আলী (২২)। উদ্ধার মাদকের বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা। সোমবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্ততে জাদিমোরা ওমরখাল সংলগ্ন কেওড়া বনে অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একজন চোরাকারবারী সাঁতার কেটে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তখন তাকে ধাওয়া করে নদীর তীর থেকে আটক করে। তাকে তল্লাশি করে কোমরে বাঁধা গামছা হতে প্রায় ৬ কোটি টাকা সমমূল্যের ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ব্যাপারে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সেরা টিভি/আকিব