২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে। যা টাকার হিসাবে দুই লাখ ৪২ হাজার ৯৭৮ টাকা। আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এনইসি সভায় একনেক বৈঠক শেষে এ তথ্য জানান। সাময়িক হিসাবে মাথাপিছু আয় এক বছরের ব্যবধানে বেড়েছে ২৩৪ ডলার। গত অর্থবছর শেষে এ দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সেটি বেড়ে এখন ২ হাজার ৮২৫ ডলার হয়েছে। সেই হিসাবে চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ দশমিক ২৫ শতাংশে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
সেরা টিভি/আকিব