স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। কোভিড পজিটিভ হওয়ায় চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। খবরটি নিশ্চিত করেছেন বিসিবি’র চিকিৎসক মনজুর হোসেন।
মনজুর বলেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজেটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন।’
সাকিব আগামী ১৫ মে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিবের খেলির সম্ভাবনা সম্পর্কে মনজুর বলেন, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী করোনা টেস্টই হবে আগামী ১৫ তারিখ।’
সেরা টিভি/আকিব