পৃথিবীজুড়ে করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাতে মৃত ব্যাক্তিদের সংখ্যা ১০ লাখ। মহামারির দুই বছরে এই রেকর্ড সংখ্যক মৃত্যু ঘটনা ঘটেছে দেশটিতে।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, প্রতি ৩২৭ মার্কিনিদের মধ্যে ১ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃত্যুর এ সংখ্যা সান ফ্রান্সিসকো ও সিয়াটেলের মোট জনসংখ্যার চেয়েও বেশি।
অর্থনৈতিক ভাবেও বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। তবে বর্তমানে বিশ্বব্যাপি করোনা মহামারি অনেকটাই কমে এসেছে, যার ফলে পৃথিবীর অন্যান্য দেশের মত মার্কিন যুক্তরাষ্ট্রও অর্থনৈতিকভাবে স্থিতিশীল হচ্ছে। করোনার ভয় অনেকটাই হ্রাস পেয়েছে সাধারণ মানুষের মধ্যে। ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্থাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই সময় যুক্তরাষ্ট্রে ৩৬ জন মারা যাওয়ার কথা নিশ্চিত করে দেশটি । পরের মাসগুলোতে ভাইরাসটি মহামারি আকার ধারণ করে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। নিউ ইয়র্ক সিটিতে ব্যাপক আকারে সংক্রমণ দেখা দেয় ভাইরাসটির। এরপর ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়ে করোনা মহামারি।
ওই সময়ে জুন মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটির নিহত সেনা সংখ্যাকেও ছাড়িয়ে যায়। আর ২০২১ সালের জানুয়ারিতে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমেরিকান সামরিক ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে যায়। এ সময় মহামারিতে মারা যান ৪ লাখ ৫ হাজার মার্কিন নাগরিক।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা মহামারিতে প্রাণহারিয়েছেন ৬৫ লাখ মানুষ। তবে ডব্লিউএইচও জানিয়েছে, করোনায় প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে সারাবিশ্বে মানুষ মারা গেছে প্রায় দেড় কোটি।
সেরা টিভি/মামুন