 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক রিপোর্ট: অবশেষে সহজ হতে চলেছে বগুড়ার সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার রেল যোগাযোগ। অনেক দেরিতে হলেও শুরু হতে যাচ্ছে বগুরা- সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ। এর ফলে বগুরা থেকে ঢাকা পর্যন্ত রেলপথের দূরত্ব কমবে অন্তত ১২০ কিলমিটার।
বর্তমানে সিরাজগঞ্জ থেকে ট্রেনে বগুড়া যেতে হলে অতিরিক্ত ঘুরতে হয় দুইশ কিলোমিটার।
নতুন রেলপথ হলে এই দূরত্ব হবে মাত্র ৭০ কিলোমিটার। দলীয় জনসভায় ২০১১ সালে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের ঘোষণা দেন। দশ বছর পর সেই প্রকল্পের প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলায় খুশি এই অঞ্চলের মানুষ।
সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন রেল মন্ত্রী। তিনি জানান, চূড়ান্ত বাজেট প্রস্তাবনা পাশ হলে, আগামী বছরের শুরুতেই প্রকল্পের কাজ উদ্বোধন হবে। নতুন রেল পথ নির্মিত হলে বগুড়া, পঞ্চগড়, ঠাকুরগাঁ ও রংপুরসহ উত্তরাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে কমবে দুর্ভোগ। পাশাপাশি বাণিজ্যক্ষেত্রে তৈরি হবে নতুন সম্ভাবনা। প্রায় ৬ হাজার কোটি টাকা নির্মাণ ব্যয় ধরে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথে ৭টি স্টেশন নির্মাণের পাশাপাশি সিরাজগঞ্জে রেলওয়ে জংশন বানানোর প্রস্তাব করা হয়েছে।