ডেস্ক রিপোর্ট:
বাংলা ছবির প্রথিতযশা নির্মাতা মৃণাল সেন জন্মেছিলেন ১৯২৩ সালের এই দিনে। আজ ছিল তার জন্মবার্ষিকী, বেঁচে থাকলে তার বয়স হত ৯৯ বছর। জন্মদিনের এই দিনে তার ছেলে কুনাল সেন জানালেন চমকপ্রদ একটা সংবাদ। আর তা হল, মৃণাল সেনকে ঘিরে তৈরি হচ্ছে দুটি ছবি ও একটি সিরিজ।
আজ কুনাল সেন তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এসব তথ্য।
কুনাল লেখেন, ‘আজ আমার বাবার বয়স হতো ৯৯ বছর। একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন, প্রশংসা পেয়েছেন। বাবার জীবন ও সিনেমার ওপর নির্ভর করে টালিউডে তিনটি ছবি তৈরি হচ্ছে।’
কুনাল জানান, একটি হলো কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। কৌশিকের এই ছবিতে মৃণাল সেনের তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। আর সৃজিত তৈরি করছেন মৃণালের জীবনের ওপর নির্ভর করে এক কাল্পনিক বায়োপিক। নাম ‘পদাতিক’। অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম। মৃণাল সেন ও অঞ্জন দত্তের ব্যক্তিগত কথোপকথনের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই ছবি। মৃণাল সেনের ছবি ‘চালচিত্র’–এ কাজ করেছিলেন অঞ্জন দত্ত।
কুনাল আরও বলেন, ‘আমি এই তিনটা ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সেরা টিভি/আকিব