ডেস্ক রিপোর্ট:
শনিবার (১৪ মে) বেলা ১১ টায় গোপালগঞ্জে বাস- প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ৭ জন।
প্রাপ্ত সূত্রমতে, উচ্চগতির একটি বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে যুক্ত হয় আরও একটি মোটরসাইকেল। ফলে সৃষ্টি হয় ত্রিমুখী একটি মারাত্মক সংঘর্ষের। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে অন্তত ৭ জন নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম আরও বলেছেন, নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের লাশ হস্তান্তর করার কাজ চলমান এবং আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
সেরা টিভি/আকিব