ডেস্ক রিপোর্ট:
মার্কিন যুক্তরাষ্ট্রে পর পর দুটি বন্দুক হামলা ঘটল। গতকাল একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় ১০ জন নিহতের পর আজ ক্যালিফোর্নিয়ার একটি চার্চে হামলার ঘটনা ঘটেছে।
চার্চটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের লুঙ্গা উডস এলাকায় অবস্থিত। এ চার্চটিতে হামলার ঘটনায় ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর দেড়টায় জেনেভা প্রেসবিটারিয়ান চার্চে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
হামলার ঘটনায় ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গির্জার লোকজন হামলাকারীকে না থামাতে পারলে মৃতের সংখ্যা আরও বাড়ত বলে জানায় পুলিশ।
এর একদিন আগে স্থানীয় সময় শনিবার বিকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো এলাকায় একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন।
পুলিশ বলছে, ১৮ বছর বয়সি একজন শ্বেতাঙ্গ হামলাকারীকে আটক করেছে তারা ঐ ঘটনায়। ঘটনাটিকে তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।
সেরা টিভি/আকিব