পদ্মা সেতু দিয়ে যাতায়াতের খরচ বাড়বে দেড়গুণ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পদ্মা সেতু দিয়ে যাতায়াতের খরচ বাড়বে দেড়গুণ - Shera TV
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

পদ্মা সেতু দিয়ে যাতায়াতের খরচ বাড়বে দেড়গুণ

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

ডেস্ক রিপোর্ট:
দেশবাসীর জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আগামী মাসের শেষের দিকে। আজ সরকার ঘোষণাটি দিয়েছে।
সেতুটি দেড়িতে হলেও চালু হচ্ছে, এজন্য উচ্ছ্বসিত ছিল দক্ষিণবঙ্গের লোকজন। কিন্তু সে উচ্ছ্বাসে অনেকটা জল ঢেলে দিয়েছে টোলহার। কারণ আজ পদ্মা সেতুতে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেওয়ার তারিখের পাশাপাশি এসেছে টোলহার নির্ধারণী ঘোষণা। সাধারণভাবে, সেতুটি চালু হলে পদ্মা নদী পার হতে যে টাকা খরচ হয়, তার চেয়ে দেড়গুণ বেশি টাকা গুণতে হবে সেতু পার হতে।
রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপ-সচিব আবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু পাড়ি দিতে মোটরসাইকেলকে দিতে হবে ১০০ টাকা। কার ও জিপে ৭৫০, পিকআপে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা।
এছাড়া ৩১ আসন বা এর কম আসনের ছোট বাসের জন্য দিতে হবে ১৪০০ টাকা, মাঝারি বাসে দুই হাজার টাকা, বড় বাসে দুই হাজার ৪০০ টাকা।
৫ টনের ট্রাক এ সেতু পাড়ি দিলে গুনতে হবে ১ হাজার ৬০০ টাকা। পাঁচ টন থেকে আট টনের মাঝারি ট্রাকের জন্য দিতে হবে ২ হাজার ১০০ টাকা, আট টন থেকে ১১ টনের মাঝারি ট্রাকের টোল দিতে হবে ২ হাজার ৮০০ টাকা।
এছাড়া থ্রি-এক্সেলের ট্রাকে সাড়ে ৫ হাজার টাকা, মালবাহী ট্রেইলারের (চার এক্সেল) ছয় হাজার টাকা এবং চার এক্সেলের ওপরে মালবাহী ট্রেইলারের জন্য প্রতি এক্সেলে দেড় হাজার টাকা যোগ হবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360