ভারতের এক টিভি অভিনেত্রী সৌন্দর্য বৃদ্ধি করাতে প্লাস্টিক সার্জারি করে প্রাণ হারিয়েছেন।
চেতনা রাজ নামের ঐ অভিনেত্রী নিজেকে আরও সুন্দর করে তুলে ধরতে বেসরকারি একটি হাসপাতালে ‘ফ্যাট ফ্রি’ সার্জারির জন্য ভর্তি হন। কিন্তু সার্জারি করার পরদিন সন্ধ্যায় তার শরীর অবস্থার অবনতি ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে। মারা যাওয়া অভিনেত্রীচেতানা রাজের বয়স ছিল মাত্র ২১ বছর।
তিনি তার বাবা মা কে না জানিয়েই এক বন্ধুর সাহায্যে প্লাস্টিক সার্জারি করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতানার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।