অবশেষে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া আলোচিত ঘটনার বিচার শুরু হচ্ছে। ক্লাবটিতে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে মামলা করেন আলোচিত নায়িকা পরিমনি। উক্ত মামলায় প্রধান আসামি করা হয় ব্যবসায়ী নাসির সহ তার তিনজন সহযোগীকে। আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১ অগাস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ১৪ জুন সাভার থানায় পরীমনি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ৮ জুন রাতে তাঁকে কৌশলে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তাঁর পূর্বপরিচিত তুহিন। সেখানে তাঁকে জোর করে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। একপর্যায়ে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়।
পরিমনির করা মামলার শুনানি গত ১৯ এপ্রিল শেষ হয়।
শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন (১৮ মে) ধার্য করেন। সে অনুসারে আজ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন।
আদালত অভিযোগ গঠন করার সময় আসামি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলম আদালতের কাছে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চান।