জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক এই আদেশ দেন। ইতঃপূর্বে হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিনের আবেদনে হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ উল্লেখ করেন, ২০১৬ সালে ওপেন হার্ট সার্জারির সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ বাকশক্তিহীন অবস্থায় রয়েছেন হাজী সেলিম। তিনি দেশে ও দেশের বাহিরে চিকিৎসা নিয়েছেন। জেলে থাকলে তার চিকিৎসার অভাবে দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিমত তার আইনজীবীর।
উল্লেখ্য, দুর্নীতির দায়ে এর আগে হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। এ আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ মার্চ হাইকোর্ট রায় দেন। তাতে তাার ১০ বছরের সাজা বহাল রাখা হয়।