ডেস্ক রিপোর্ট:
বরিশালের উজিরপুরে বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন ১০ যাত্রী। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন বাসযাত্রী । আজ রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণঘাতী এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে, নিহত ১০ জনের মরদেহ বাস কেটে বের করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাতে ভান্ডরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা পরিবহনের একটি বাস। উজিরপুরের বামরাইল এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ ১০ জন যাত্রী নিহত হয়েছেন। তাদের মরদেহ বাস কেটে বের করা হয়েছে। আহত হয়েছেন ২৫ জন।
আলী আর্শাদ আরো জানান, নিহত ও আহতদের তাৎক্ষনিক নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
সেরা টিভি/আকিব