ডেস্ক রিপোর্ট:
আজ ৮ই জুন সকালে রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটি গতকাল রাতের বলে ধারণা করছে পুলিশ।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই ঘটে থাকতে পারে এ ঘৃণ্য হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে, অন্তত সাত থেকে আট ঘণ্টা আগে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি আলামত হিসেবে উদ্ধার করেছে পুলিশ।
তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সেরা টিভি/মামুন