পদ্মা সেতু নিয়ে গুজব রটনাকারী নাঈম গ্রেফতার - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পদ্মা সেতু নিয়ে গুজব রটনাকারী নাঈম গ্রেফতার - Shera TV
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

পদ্মা সেতু নিয়ে গুজব রটনাকারী নাঈম গ্রেফতার

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করে সেই অর্থ দিয়ে ফায়ার সার্ভিসের জন্য ৪ টি হেলিকপ্টার কেনার যে গুজব ছড়ানো হয়েছিল তার মূল হোতা নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাবিবনগর এলাকা থেকে নাঈম খান নামে এ যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। নাঈম খান ওই এলাকার সুলপিনা গ্রামের নুর ইসলামের ছেলে।
তাকে গ্রেপ্তার করার ব্যপারটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ।
তিনি বলেন, ফেসবুকে আইডিয়াল নাঈম নামে একটি আইডি থেকে মঙ্গলবার বিকেলে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে একটি স্ট্যাটাস দেওয়া হয়।
তিনি আরও বলেন, স্ট্যাটাসটিতে প্রধানমন্ত্রী, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360