গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেছেন মেডিক্যাল বোর্ড। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া মেডিক্যাল বোর্ডের এই আলোচনা চলে প্রায় এক ঘণ্টা।
আলোচনা শেষে জাহিদ হোসেন বলেন, ‘আমাদের মিটিং শেষ হয়েছে। আমরা সেখানে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে এনজিওগ্রাম করানো লাগবে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর অবস্থা বুঝতে পারবো।’
খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝেমধ্যেই তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়েছে, থাকতে হয়েছে হাসপাতালেও।