ডেস্ক রিপোর্ট:
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পথিমধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে।
আগুনের সূত্রপাত বা কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
আজ শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জ ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানা যায়। এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সেরা টিভি/মামুন