মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ সহ ভারতেও চলে প্রতিবাদ মিছিল। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষ দুই নেতার অবমাননাকর মন্তব্যে দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। গত শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজপথে নেমে আসেন হাজার হাজার মুসল্লি। বিভিন্ন রাজ্যে শুরু হয় বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। গ্রেপ্তার করা হয় রাজ্যের ৬ জেলা থেকে মোট ২২৭ জনকে।
পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারিদের গ্রেপ্তার করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের পূর্ণ স্বাধীনতা ও স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা আইন হাতে তুলে নেবেন, তাঁদের কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়।