কানাডিয়ান জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার “রামসে হান্ট সিনড্রোম” নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার বিবার জানান, তিনি ‘রামসে হান্ট সিনড্রোম’ নামে অসুখে আক্রান্ত। এই অসুখের ফলে মুখের কোনও একটি অংশ বা পুরো মুখ পক্ষাঘাতে আক্রান্ত হয়।
এ রোগের ফলে তার মুখের এক অংশ অবশ হয়ে গেছে, গাইতে পারছেন না গান।
তাই ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ নামে গান নিয়ে যে বিশ্ব ট্যুর করার কথা ছিলো সেটা স্থগিত করা হয়েছে। এ খবর জাস্টিন বিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন।
সেরা টিভি/মামুন