ডেস্ক রিপোর্ট:
দেশজুড়ে ৯ টি বোর্ডের অধীনে এবার মাধ্যমিক সার্টিফিকেট(এসএসসি ও সমমান) পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী। এছাড়াও দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশ নেবে।’
এ নিয়ে এবার মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।
শিক্ষা মন্ত্রণালয়ে আজ রোববার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসএসসি পরীক্ষা শুরু হলে দেশের সকল কোচিং বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন থেকে এবং শেষ হবে ৬ জুলাই এ। তবে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুনের পরীক্ষাটি একদিন এগিয়ে ২৪ জুন করা হয়েছে। জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী।