গত ৫ মাসে অর্থাৎ, এ বছরের জানুয়ারী থেকে মে পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন ১১৮ জন গণমাধ্যমকর্মী। নির্যাতনের শিকার ১১৮ জন সাংবাদিকদের মধ্যে অনেকে হয়েছেন গুরুতর আহত এবং লাঞ্ছিত। এছাড়াও সমসাময়িক সময়ে হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের রক্তাক্ত লাশ পাওয়া যাওয়া। জুন মাসেই খুন হয়েছেন তিন জন গণমাধ্যমকর্মী। তাই সব মিলিয়ে অনিশ্চিত জীবনের মুখে এখন এ পেশাজীবীরা।
বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন। তাদের হিসাব অনুযায়ী এ সকল তথ্য উঠে এসেছে।
তাই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনসহ সাংবাদিক খুন ও নির্যাতনের ঘটনায় বিচার দাবি করেছে আর্টিকেল নাইনটিন।