ডেস্ক রিপোর্ট:
চলচ্চিত্র তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সম্পর্কে টানাপড়েন চলছে! চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে তাদের পাল্টাপাল্টি বক্তব্যে এমনটাই স্পষ্ট হয়েছে।
জায়েদ খানের বিরুদ্ধে স্ত্রী মৌসুমীকে বিরক্ত করার অভিযোগ এনেছেন ওমর সানী। কিন্তু মৌসুমী জানান, জায়েদ তাকে কখনো অসম্মান করেনি, একসঙ্গে তাকে অনেক ভালো বলেও প্রশংসা করেন এই অভিনেত্রী। ওমর সানী কেন এমন অভিযোগ করছেন সেটা তিনি বুঝতে পারছেন না।
স্বামী-স্ত্রীর এমন পাল্টাপাল্টি বক্তব্যে সরগম ঢালিউড ইন্ডাস্ট্রি। তাদের মধ্যে দূরত্বের বিষয়টি সহজেই অনুমেয়। ওমর সানী অবশ্য মৌসুমীর সঙ্গে দূরত্বের কথা স্বীকারই করে নিয়েছেন। তার এই বক্তব্যে ভক্ত সমর্থকরা ধরেই নিয়েছেন জায়েদ খানকে কেন্দ্র করেই সংসার ভেঙ্গে যেতে পারে ওমর সানী-মৌসুমী দম্পতির।
সেরা টিভি/আকিব