ডেস্ক রিপোর্ট:
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাছরিনসহ ৪ জনের বিরুদ্ধে ১১ লাখ ৩৩ হাজার টাকার চেক মামলায় লক্ষ্মীপুরে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর সদর আদালতের বিচারক শামছুল আরেফিন এ আদেশ দেন।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন- ইভ্যালির ম্যানেজার ফাইন্যান্স জায়েদ হাসান, সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স আব্দুল্যা আল মাসুদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল।
চলতি বছর ২৭ ও ২৮ মার্চ মুহাম্মদ মাহমুদুল হক সুজন বাদী হয়ে ইভ্যালির চেয়ারম্যানসহ গ্রেপ্তারী পরোয়ানাভুক্তদের বিরুদ্ধে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর সদর আদালতে ৩টি মামলা দায়ের করেন। তিনি মোট ১১ লাখ ৩৩ হাজার টাকার পণ্য কিনে প্রতারিত হয়েছেন। পরবর্তীতে তার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত ইভ্যালির চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সেরা টিভি/মামুন