ফেসবুকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে বাংলাদেশ গণ-অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে উক্ত মামলাটি দায়ের করা হয়।
মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ জুন ঢাকায় ছাত্র-যুব অধিকার পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে নুরুল হক নুর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি ছাত্রলীগকে নিয়ে ও খারাপ মন্তব্য করেন। তিনি অনুষ্ঠানটি অনলাইনে দেখছিলেন এবং এসব কুরুচিপূর্ণ মন্তব্য শোনার পর তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করেছেন।