কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ভোটের আগের রাতে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে।
গতকাল গভীর রাতে ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সূত্রপাত ঘটে লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করার সময়, করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের লোকজন বাধা দিলে। এতে তার বেশ কিছু কর্মী আহত হন এবং ঘটনাটি তিনি জানান। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি সহিদুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।