দেশজুড়ে গত কয়েকদিন ধরে টানা ভারি বর্ষণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা। ব্যাপক ক্ষয়ক্ষতি ও জানমালের লোকসানের পরও সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও।
রাঙ্গামাটিতে টানা বর্ষণের ফলে পাহাড় ধ্বসের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই পাহাড়ের পাদদেশে বসবাসরত স্থানীয়দের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা প্রশাসন তাদেরকে অন্যত্র সরে যাবার আহ্বান জানিয়েছেন। তবে তারা নিজেদের বাসস্থান ছেড়ে যেতে নারাজ।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের পাশাপাশি, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী ও রেড ক্রিসেন্ট সদস্যরা কাজ করছে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে। প্রস্তুত রাখা হয়েছে ২০ টি আশ্রয়কেন্দ্র।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান, ভয় লাগলেও আশ্রয়কেন্দ্রে যেতে আগ্রহ দেখাচ্ছেনা অনেকে। তারা আশ্রয়কেন্দ্রর থেকে নিজেদের বাড়িকেই বেশি নিরাপদ মনে করছে।
সেরা টিভি/মামুন