ডেস্ক রিপোর্ট:
ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই সিলেট ও আশেপাশের এলাকায় ছড়িয়েছে ডাকাত আতঙ্ক। এমন অবস্থায় মাঝরাতে স্থানীয় বাসিন্দারা পালা করে দল বেধে পাহারা দিচ্ছে।
প্রসঙ্গত, গতকাল মাঝরাতে ছড়িয়ে পরে ডাকাত দলের হানা দেবার খবর। এ সময় এলাকার মসজিদে মাইকিং করে স্থানীয় লোকজনদের সতর্ক করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পরে মুহূর্তেই। আতঙ্কিত হয়ে পরেন এলাকাবাসী।
তবে পুলিশের দাবি, মধ্যরাতে ডাকাত দলের হানা দেওয়ার কথা বলে গুজব ছড়ানো হয়েছে। বন্যার পানির কারণে এখন এমনিতেই সিলেটের বেশির ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। এর মধ্যে গুজব ছড়িয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে।
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। বিষয়টি ন্যক্কারজনক। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ দুটি নম্বর থেকে ফোন করা হয়। এ বিষয়ে সরেজমিনে খোঁজ চলছে। ওই নম্বর দুটির ব্যাপারেও বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।