পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু, উচ্ছ্বসিত সাধারণ জনগণ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু, উচ্ছ্বসিত সাধারণ জনগণ - Shera TV
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু, উচ্ছ্বসিত সাধারণ জনগণ

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

ডেস্ক রিপোর্ট:

বাঙ্গালির স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। গতকাল বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল তিনি বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করে টোল দিয়ে তার গাড়িবহর নিয়ে সেতু পার হন।
আজ রবিবার (২৬ জুন) সকাল থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। আজ সকাল ৬ টা থেকে পদ্মা সেতু সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল ছয়টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবার টোলপ্লাজা খুলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে টোলপ্লাজার সামনে অপেক্ষমাণ মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে আসা মানুষেরা উল্লাস করতে করতে সেতুতে ওঠেন। দীর্ঘদিনের ভোগান্তির অবসানে খুশি তাঁরা।
সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে যান চলাচল শুরু হয় পদ্মা সেতু দিয়ে। দেশের বিভিন্ন প্রান্তের উৎসুক জনতা ভিড় করে সেতু পার করতে।
টোলপ্লাজার দায়িত্বে থাকা টেলিটেল কমিউনিকেশনের প্রশাসনিক কর্মকর্তা হাফিজ আল হামিদ বলেন, সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২৫০টি মোটরসাইকেল, ১২০টি প্রাইভেট কার, ৮০টি ট্রাক জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে।

সেরা টিভি/মামুন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360