ডেস্ক রিপোর্ট:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মজীবী মানুষের দল রাজধানী ঢাকা ছেড়ে যেতে শুরু করেছে। ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে গত তিন দিন ধরে।
প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে চাপ কয়েকগুন বেড়েছে টিকিটপ্রত্যাশীদের। আজ রোববার সকালে দেখা যায়, কমলাপুর স্টেশনের মূল প্ল্যাটফর্মের বাইরে চলে গেছে টিকিটের জন্য দাঁড়ানো মানুষের লাইন। অন্যদিকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষায় থাকা অনেকে ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মের মেঝেতে বসে আছেন।
ঈদযাত্রায় টিকেট পেতে দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে তাদের। কেউ কেউ ৩০ ঘণ্টা ধরে লাইনেই আছেন। লাইনের শুরুর দিকে যারা আছেন তাদের সাথে কথা বলে জানা গেছে তারা এসেছেন একদিন আগে। পেছনের দিকে থাকা অধিকাংশই মনে করছেন, তাঁরা টিকিট পাবেন না। টিকিট না পেলে কেউ কেউ চলে যাবেন, আবার কেউ আগামীকাল সোমবার যেন পান, সেই আশায় থেকে যাবেন।
সেরা টিভি/মামুন