গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু ঘটেছে ১২ জনের। এ সময় ২ হাজার ২৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। যেখানে গতকালও দেশজুড়ে মৃতের সংখ্যা যেখানে ছিল মাত্র দুজন তা একলাফে আজ ১২ তে পৌঁছেছে।
এছাড়াও গতকাল দেশজুড়ে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৯০২ জন।
গত ৫ মার্চের পর এক দিনে মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ। ওই দিন করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।
করোনায় হঠাৎ মৃত্যুর এই সংখ্যা বৃদ্ধি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘যেসব ব্যক্তি মারা গেছেন, তাঁরা গত তিন সপ্তাহে আক্রান্ত হয়েছেন। এ সময় শনাক্তের সংখ্যা বেড়েছে। মৃত্যুর সংখ্যা তাই আরও বাড়তে পারে বলে আমার আশঙ্কা। এরপর শনাক্তের সংখ্যা কমতে থাকলে তার তিন সপ্তাহের মধ্যে মৃত্যুর সংখ্যাও কমতে থাকবে।’
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫১। আগের দিন এ হার ছিল ১৫ দশমিক ৫৩।
সেরা টিভি/আকিব