ডেস্ক রিপোর্ট:
আজ সকাল ১০ টায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
এদিকে সংঘর্ষের ফলে, উভয় দিকে যান চলাচল কমপক্ষে ২ ঘণ্টা বন্ধ ছিল। যার ফলে ৬ কিলোমিটারব্যপি দীর্ঘ যানজট লেগে যায় মহাসড়কে। দুপুর ১২ টার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত যানবাহন দুটোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি রাজবাড়ী জেলার ব্রাহ্মণদিয়া গ্রামের জয়নাল গাজীর ছেলে আশিক গাজী (২৮)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সেরা টিভি/আকিব