ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পরে ১৭ কেজি ওজনের একটি সিলভার কার্প।
আজ ভোররাতে দৌলতদিয়ার স্থানীয় জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পরে।
মাছটি ধরার পরে তিনি সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে নিয়ে নিলামের মাধ্যমে বিক্রি করেন। সেখান থেকে স্থানীয় ৫নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ৭শত টাকা কেজি দরে মোট ১২ হাজার ২৫০ টাকায় কিনে নেন। এসময় এত বড় আকারের সিলভার কার্প মাছটি এক নজর দেখার জন্য স্থানীয় জনতা ফেরিঘাটে ভীর জমায়।
পরবর্তীতে তিনি জানান, মাছটি তিনি কেজিপ্রতি অন্তত ১০০ টাকা লাভ হলেই বিক্রি করবেন।