ডেস্ক রিপোর্ট:
এবছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালন করতে যেয়ে মোট মারা গেলেন ১৩ জন (ইন্না লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ধর্ম মন্ত্রনালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে জানা গেছে যে, ৪ জুলাই মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০।
এর আগের দিন খায়বার হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর ইএফ ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা।
এবারের হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ জন হজযাত্রী। তাদের মধ্যে মারা গেলেন ১৩ জন, যার মধ্যে মহিলার সংখ্যা ৪ জন।
সেরা টিভি/মামুন