ডেস্ক রিপোর্ট:
ঈদে ঘরমুখি মানুষের চাপ বাড়ার সাথে সাথে মহাসড়ক যেন অচল হয়ে পড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়কে যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে দীর্ঘ ২৫ কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এমন তীব্র যানজটে ঘরমুখি মানুষেরা পড়েছে বিপাকে। এছাড়াও গরু ব্যবসায়ীরাও পড়েছে চরম দুর্ভোগে।
এদিকে অসহনীয় এ যানজট নিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে সড়কের একাধিক স্থানে যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী (ওয়ানওয়ে) করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর–এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতায় বাইরে রয়েছে।
এছাড়াও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফিটনেসবিহীন বিকল হওয়া কয়েকটি যানবাহন সড়কের ওপর থেকে সরাতে সময় লেগেছে। এ ছাড়া ঈদের কারণে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।
সেরা টিভি/মামুন