ঈদ জামাত আদায়ে প্রস্তুত দেশের সবচেয়ে বড় ঈদগাহ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ঈদ জামাত আদায়ে প্রস্তুত দেশের সবচেয়ে বড় ঈদগাহ - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

ঈদ জামাত আদায়ে প্রস্তুত দেশের সবচেয়ে বড় ঈদগাহ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২

ডেস্ক রিপোর্ট: উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আবারও লাখো লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হবে এই ময়দান। নেয়া হয়েছে কয়েক স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগামী রবিবার ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এই ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

করোনার কারণে এ মাঠে গত দু’বছর ঈদের নামাজ হয়নি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ঈদুল ফিতরে লাখো লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তবে আবারো করোনা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ায় ঈদুল আযহার নামাজে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে বলা হয়েছে।

আয়োজকরা আশা করছেন, এটিই হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত। এবারও ঈদের জামাতে ইমামতি করছেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল আলম কাসেমী।

আজ শুক্রবার বিকাল ৫টায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্বৃহৎ ঈদগাহ মিনারে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ে ঈদগাহ মাঠে সকল ধরনের প্রস্তুতিমূলক কাজ দেখতে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

এদিকে, দেশের বৃহৎ এ ঈদ জামাতকে ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। থাকছে ঈদগাহের মাঝে র‌্যাবের ওয়াচ টাওয়ার, প্রবেশের পূর্বে মুসল্লিদের আনা যানবাহন রাখার তিনটি পয়েন্টে চেকিং ব্যবস্থা। মাঠে মেটাল ডিটেক্টরে তল্লাশির পর প্রবেশ করানো হবে মুসল্লিদের। এ ছাড়া মাঠে প্রবেশের বিভিন্ন পথে টহল পুলিশ ছাড়াও সাদা পোশাকে র‌্যাবসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরাও নিরাপত্তায় সক্রিয় দায়িত্ব পালন করবেন। ঈদ জামাতটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

উল্লেখ্য, দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ২০১৭ সালে নির্মিত ৫২ গম্বুজের এ ঈদগাহ মিনার। এই ৫০ গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ফুট করে। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহেরাবের (যেখানে ইমাম দাঁড়াবেন) উচ্চতা ৪৭ ফুট। এর সঙ্গে রয়েছে আরও ৪৯টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফুট লম্বায় ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক্স ইট দিয়ে আচ্ছাদিত। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলেই ঈদগাহ মিনার আলোকিত হয়ে ওঠে। ২০১৭ সাল থেকে প্রতিবছর এখানে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই গোর-এ শহীদ ময়দানে একসঙ্গে ১০লাখ মানুষের ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360